পশ্চিমবঙ্গে নতুন বছরের শুরুতেই বিনামূল্যে করোনার টিকা দেওয়া শুরু হবে
Friday, 28 August 2020
সকল অপপ্রচার এর অবসান। নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের হাতে আসতে চলেছে করোনা ভাইরাস ঠেকানোর ব্রম্ভাস্ত্র । হায়দ্রাবাদে ভারত বায়োটেক ও আই সি এম আর উভয়ের যৌথ উদ্যোগে সেই পরীক্ষার অন্যতম সহ উত্তরাধিকারী পশ্চিমবঙ্গ । আগামী চার পাঁচ মাসের পরেই নতুন বছরের শুরুতেই পশ্চিমবঙ্গের হাতে আসতে চলেছে করোনার ভ্যাকসিন । ও তার সাথে গোটা দেশে পৌঁছে যাবে করোনা প্রতিষেধক , একবার ভ্যাকসিন নেওয়ার পরই জীবনভর প্রতিরোধ ক্ষমতা থাকবে শরীরে এমনটাই দাবি সংস্থার ।
আইসিএমআর এর বিজ্ঞানী ডক্টর শান্তা দত্ত বলেছেন "ভারত বায়োটেক সংস্থার করোনা ভ্যাকসিন এর আগস্ট এর পরীক্ষা সফল হয়েছে । আগামী সেপ্টেম্বর মাসে দেশের বাছাই করা পাঁচটি শহরে তৃতীয় দফায় পরীক্ষা শুরু হবে । সেই পাঁচটি শহরের মধ্যে অন্যতম পশ্চিমবঙ্গ । প্রায় 1 লক্ষ নাগরিক এইটা হলে অংশ নেবে , তারমধ্যে স্বাস্থ্যকর্মী তো থাকছেই তাছাড়াও থাকবে বহু সাধারণ নাগরিক ।
সংস্থার এই মন্তব্যে আশার আলো দেখছে গোটা ভারত বর্ষ , কিন্তু প্রশ্ন উঠছে দেশের সমস্ত নাগরিক কি বিনামূল্যে পাবে এই ভ্যাকসিন ??
“পরিকল্পনা রয়েছে জানুয়ারিতে ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া থেকে বাণিজ্যিক ব্যবহারের অনুমোদনের পর অন্য প্রতিষেধকের মতোই গণটিকাকরণ কর্মসূচির আওতায় আসবে এই ভ্যাকসিন।
আইসিএমআরের আরেক বিজ্ঞানী ডা এস আই গিরি এই ট্রায়ালের সঙ্গে জড়িত। তাঁর কথায়, “করোনা নিয়ন্ত্রণে যুদ্ধকালীন ভিত্তিতে এই ভ্যাকসিন দেওয়া হবে। রাজ্যগুলির সঙ্গে বেসরকারি স্বাস্থ্য পরিষেবাকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে।”