মাদক পাচারকারীকে গ্রেফতার করল এসটিএফ
Monday, 31 August 2020
আরও পড়ুন : আধারের তথ্য সংশোধন ও আপডেট এর জন্য লাগবে ১০০ টাকা
কিছুক্ষণ পরে ওখানে একটি সাদা রঙের গাড়ি এসে পৌঁছয়। সোর্স চিহ্নিত করতেই সেটিকে আটকান এসটিএফের অফিসারেরা। গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় খাকি কাগজে মোড়া৩৭টি চরসের প্যাকেট। সিটের পিছনে চোরা কুঠুরিতে লুকোনো ছিল সেগুলি। গাড়ির আরোহী ওমপ্রকাশ কুমারকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়। ওমপ্রকাশ বিহারের বাসিন্দা। উদ্ধার হওয়া চরসের মোট ওজন ২০.২৫৯ কেজি। যার মূল্য কয়েক লক্ষ টাকা। তদন্ত চলছে চক্রের অন্য সদস্যদের খোঁজে।
ছবি রইল অভিযুক্তের ও উদ্ধার হওয়া সামগ্রীর।