-->
বোটানিক্যাল গার্ডেন  নিকট বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন দুই যুবক

বোটানিক্যাল গার্ডেন নিকট বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন দুই যুবক

 


বেশ কয়েকদিন ধরে বজ্রবিদ্যুৎ পুরনো ঝড় বৃষ্টির ফলে ও পরিচর্যাহীন নিকাশি ব্যবস্থার জন্য শিবপুর বোটানিক্যাল গার্ডেন নিকট বৃষ্টির জল রাস্তা ভরে যায় ।

আজ বৃহস্পতিবার ২০ আগস্ট দুটি যুবক  বিদ্যুৎপৃষ্ট হয়ে প্রাণ হারালেন ।

অনবরত বৃষ্টি ও নিকাশি ব্যবস্থার অভাব এর ফলে জলের স্তর ক্রমশ বেড়েই চলেছিল । বৈদ্যুতিক তারে শর্ট সার্কিট হওয়ার ফলেই এই দুর্ঘটনাটি ঘটেছে। 

স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, লকডাউনের জন্য এদিন বন্ধ ছিল সব দোকানপাট। পাড়ার একটি দোকান থেকে কিছু কেনাকাটা করে ফিরছিল সুমন দাস এবং শ্রীকান্ত শর্মা নামে ওই দুই যুবক। রাস্তায় জল জমে থাকায় ফুটপাতের উপর দিয়ে যেতে গিয়ে একটি আবাসনের সামনেই আচমকা ছিটকে রাস্তায় পড়ে যায় তারা। হঠাত স্থানীয় কিছু মানুষ দেখতে পান রাস্তায় পড়ে ছটফট করছে ওই দুই যুবক। সেখানে ডিউটিতে থাকা পুলিসকে খবর দেওয়া হয়। বিদ্যুতস্পৃষ্ট হতে অনুমান করে সিইএসসি-কে খবর দেয় পুলিস। এরপর সিইএসসি-র কর্মীরা এসে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে।


ওই দুই যুবককে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় সাউথ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। কিন্তু চিকিতসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। সিইএসসি-র কর্মীরা জানিয়েছেন, ফুটপাতের ল্যাম্পপোস্টের শর্টসার্কিট হয়ে যাওয়ার দরুন এমন বিপত্তি। অসাবধানতাবশত লাইটপোস্টের গায়ে হাত দিয়ে ফেলায় বিদ্যুতস্পৃষ্ট হয় দুই যুবক।







Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article