সাঁকরাইল মা-মাটি-মানুষ ভবন থেকে করোনা যোদ্ধা ও করোনা জয়ীদের সম্মান জ্ঞাপন করলেন হাওড়া (সদর) জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায় মহাশয় ।
উপস্থিত ছিলেন হাওড়া INTTUC সভাপতি অরূপের ভট্টাচার্য মহাশয় , অজয় ভট্টাচার্য মহাশয় ও আর ও বিশিষ্ট নেতৃত্ব বৃন্দ ।