-->
"বাংলা ভাষার যোগ্যতা নেই এই ভাষা আসলে কোন ভাষায় না " - তরুণজ্যোতি তিবারী বিজেপি মুখপাত্র

"বাংলা ভাষার যোগ্যতা নেই এই ভাষা আসলে কোন ভাষায় না " - তরুণজ্যোতি তিবারী বিজেপি মুখপাত্র


প্রতিনিয়ত একটি নির্দিষ্ট দল বাংলা সংস্কৃতি ও বাংলা ভাষাকে কর্মরত আক্রমণ করে চলেছে । নীরব দর্শক হয়ে সহ্য করে যাচ্ছে বাংলার মানুষ ,
ঠিক এমনটাই প্রকাশ্যে সংবাদমাধ্যমে মন্তব্য করলেন বিজেপি মুখপাত্র তরুণজ্যোতি তিওয়ারি 

জী 24 ঘন্টা অনুষ্ঠানে গিয়ে এভাবেই বাংলা ভাষার বিরুদ্ধে কটুক্তি করলেন বিজেপি মুখপাত্র । " বাংলা ভাষার অধিকার নেই যোগ্যতা নেই।

প্রশ্ন উঠছে বাংলার এত বড় একটি নিউজ চ্যানেলে কিভাবে একজন বাংলাভষাকে প্রকাশ্যে এরকম কটুক্তি করতে পারল। 

যে বাংলা ভাষার বাঙালি জাত পাঁচটি নোবেল এনেছে । যে ভাষা ভারতে বৃহৎ ব্যবহৃত ভাষা গুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে । সেই ভাষা কে এই কটুক্তি সত্যিই এক বাঙ্গালী হয়ে এই প্রতিবেদনটি লিখতে হাত কাঁপছে ।

বাংলায় এই চাপিয়ে দেওয়া রাজনীতি আর কত দিন ?

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article