-->
পুজোর আগেই দু’মাসের আগাম কৃষক ভাতা দেবে রাজ্যে সরকার – মৎস্যজীবীরাও পাবেন পেনশনের টাকা

পুজোর আগেই দু’মাসের আগাম কৃষক ভাতা দেবে রাজ্যে সরকার – মৎস্যজীবীরাও পাবেন পেনশনের টাকা

 পুজোর আগেই দু’মাসের আগাম কৃষক ভাতা দেবে রাজ্যে সরকার – মৎস্যজীবীরাও পাবেন পেনশনের টাকা.. মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়



পুজো আসতে আর দুমাসও বাকি নেই। তবে এবছর করোনা ভাইরাসের প্রকোপে পুজো নিয়ে সেরকম কোনো দহরম-মহরম নেই। দুর্গাপুজোর আগে রাজ্যের কৃষক এবং মৎস্যজীবীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী মাসেই দু’মাসের আগাম কৃষক ভাতা বা পেনশন স্কিমের টাকা পাবেন রাজ্যের কৃষকরা। শুধু কৃষকরা নন মৎসজীবীরাও পাবেন এই পেনশনের টাকা।
আগামী মাস অর্থাৎ অক্টোবরে দু’মাসের আগাম কৃষক ভাতা বা পেনশন পাবেন রাজ্য সরকারের পেনশন স্কিমে থাকা কৃষকরা। রাজ্য সরকারের এই প্রকল্পের আওতায় থাকা চাষীদের ২০০০ টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে। একইভাবে রাজ্যের মৎস্যজীবীদেরও বোনাস হিসাবে আগাম ভাতা দেওয়া হবে। আর এই প্রকল্পের জন্য রাজ্যের কোষাগার থেকে ২২ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ঘূর্ণিঝড় উম্পুনের কারণে রাজ্যের বহু কৃষক বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবছর। সবথেকে বেশি ক্ষতির মুখে পরেছেন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের চাষিরা। অন্যদিকে একই ভাবে ক্ষতির সম্মুখীন উপকূলবর্তী এলাকায় মৎস্যজীবীরাও। যে কারণে রাজ্য সরকারের তরফ থেকে এমন ঘোষণা কিছুটা হলেও স্বস্তি দেবে চাষীদের বলে


Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article