চোদ্দ বছর পর ঘরে ফেরা, পাশে কলকাতা পুলিশ Returning home after fourteen years, Kolkata police next door
Saturday, 28 November 2020
চোদ্দ বছর পর ঘরে ফেরা, পাশে কলকাতা পুলিশ
ফুলবাগান থানার অন্তর্গত শিবকৃষ্ণ দাঁ লেনে একটি বাড়ির সামনের ফুটপাথে অসহায় অবস্থায় পড়ে ছিলেন বছর পঁয়ত্রিশের এক মহিলা। চলতি বছরের মার্চ মাসের ঘটনা। ১৩ মার্চ এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মহিলাকে উদ্ধার করেন ফুলবাগান থানার ডিউটি অফিসার, সাব-ইনস্পেক্টর দীপঙ্কর হালদার।
প্রশ্নের উত্তরে মহিলা শুধু জানান, তাঁর নাম গীতা সরকার, স্বামীর নাম গোলক সরকার। এর বেশি আর কিছুই বলতে পারেননি তিনি।তাঁর মানসিক স্থিতাবস্থা ফিরিয়ে আনতে পুলিশের তরফে গীতা দেবীকে পৌঁছে দেওয়া হয় রয়েড স্ট্রিটে একটি এনজিও-র কাছে, যেখানে শুরু হয় তাঁর পরিচর্যা।গত ৪ নভেম্বর ফুলবাগান থানাকে ই-মেইল মারফত ওই এনজিও জানায়, অবশেষে নিজের ঠিকানা বলতে পেরেছেন গীতা দেবী।
খবর পাওয়ামাত্র মালদা জেলার বামুনগোলা থানা এলাকায় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করে ফুলবাগান থানা। জানা যায়, আজ থেকে ১৪ বছর আগে বাড়ি ছেড়েছিলেন মানসিকভাবে বিপর্যস্ত গীতা দেবী। ফোন পেয়ে কলকাতায় এসে সম্প্রতি বোনকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছেন গীতা দেবীর দাদা।
চোদ্দ বছর পর পারিবারিক পুনর্মিলন। গীতা দেবী এবং তাঁর পরিবারের জন্য রইল শুভেচ্ছা। আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রইল সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থাটির জন্য।
ছবি রইল গীতা দেবী এবং ফুলবাগান থানার সাব-ইনস্পেক্টর দীপঙ্কর হালদারের।