-->
মাধ্যমিক পরীক্ষার্থীদের স্মার্ট ফোন দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকার  !

মাধ্যমিক পরীক্ষার্থীদের স্মার্ট ফোন দেওয়ার পরিকল্পনা রাজ্য সরকার !




করোনা সংক্রমনের হার দিন দিন বেড়েই চলেছে । এখনই যে কোন স্কুল খুলবে না , তা স্পষ্ট করেই জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
গত শনিবার সংবাদ মাধ্যমে তিনি বলেছেন 'কারো প্রাণের বিনিময়ে শিক্ষা হতে পারে না। স্কুল কবে খোলা হবে তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ও অন্যান্য নেতৃত্ব দের সাথে পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেও য়া হবে।

রাজ্যের বকেয়া 2300 কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছেনা । সাহায্য করলে নবম ও দশম শ্রেণীর সকল পড়ুয়াকে স্মার্টফোন দেও য়া হবে ।

কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি নিয়েও তিনি সেদিন জানান "কেন্দ্রীয় নতুন শিক্ষানীতি স্বপ্নের ফানুস" ইহা র বাস্তবের সাথে কোন মিল নেই । এই পরিকল্পনার পরিকাঠামো ঘোরার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ এর অর্থ, সেই অর্থ কি দেবে কোথা থেকেইবা আসবে!
নতুন শিক্ষানীতিতে নেই কোনো কর্মস্থানের কথা ।
সংস্কৃত ও আর ও একাদিকি ভাষা শেখার কথা আছে । রবীন্দ্রনাথ, নজরুল, তারাশঙ্কর, শরৎচন্দ্রের বাংলা ভাষাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ????!

এছাড়াও তিনি বলেছেন আম্ফান লকডাউন পরিস্থিতিতে অনেকেই কাজ হারিয়েছেন । সেই দিকটি মাথায় রেখে রাজ্য সরকার স্নাতকে ভর্তি আবেদন ফি মওকুফ করেছেন । যে সমস্ত কলেজ সরকারি নোটিশ দেওয়ার আগে আবেদন ফ্রিজ নিয়েছেন তাদের টাকা ফেরত দে ওয়ার জন্য অনুরোধ করা হবে ।

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article