প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র বাবার নামে কোনও চা’এর দোকান ছিল না!
Tuesday, 25 August 2020
বছর দু’য়েক আগে আইনজীবী পবন পারিক, দক্ষিণ রেলের সেন্ট্রাল পাবলিক ইনফরমেশন অফিসারের কাছে একটি R.T.I মারফত প্রধানমন্ত্রীর বাবার চা’এর দোকান সম্পর্কে জানতে চান।
দামোদর দাস’এর নামে চা’এর দোকান চালানোর জন্য লাইসেন্স কিংবা পারমিট ছিল কি-না, তাও জানতে চাওয়া হয় ওই আর.টি.আই’তে। কিন্তু কোনও জবাব না-আসায় তাঁকে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন’এর দ্বারস্থ হ’তে হয়। সেখান থেকেও কোনও জবাব না-পেয়ে দ্বিতীয়বার আবেদন করেন ওই আইনজীবী।
RTI মামলার নিষ্পত্তি করে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন জানাল দক্ষিণ রেলে দামোদর দাস অর্থাৎ নরেন্দ্র মোদি’জির বাবার নামে কোনও চা’এর দোকান ছিল না!
গত ১৭ June শেষ পর্যন্ত সেই আবেদনটি পাওয়ার কথা স্বীকার করে সেন্ট্রাল ইনফরমেশন কমিশন। অত পুরোনো কোনও রেকর্ড নেই বলে জানানো হয় কমিশনের তরফে।
২০১৫ সালে ঠিক এমনই R.T.I’এর জবাবে যে, নরেন্দ্র মোদিজি যে ছেলেবেলায় চা বিক্রি করতেন তাঁর তেমন কোনও প্রমাণ নেই। R.T.I’ করেছিলেন কংগ্রেস সমর্থক তহসিন পুনওয়ালা। রেলওয়ে বোর্ডকে উদৃত করে তিনি সেইসময় জানিয়েছিলেন যে, রেলের পর্যটন বিভাগের টিজিআই-৩ ব্রাঞ্চ এবং ক্যাটারিং বিভাগ থেকে নরেন্দ্র মোদি’র চা বিক্রি করার কোনও তথ্য মেলেনি।
👉👉Source link 👈👈