-->
" ইসলাম জিন্দাবাদ " বলতে বাধ্য করা হচ্ছে । দেখুন সেই ভিডিও

" ইসলাম জিন্দাবাদ " বলতে বাধ্য করা হচ্ছে । দেখুন সেই ভিডিও


বর্তমানে ভারতে ধর্মীয় উগ্রপন্থীদের দ্বারা নির্যাতন প্রায়ই লক্ষ্য করা যায় ।ভারত বিভক্তির লক্ষ্য নিয়ে ধারাবাহিকভাবে ঘৃণা ও অপরাধ ছড়াচ্ছে । পুরনো এই ভিডিও ক্লিপটিতে দেখা যায় কিছু মুসলিম গোষ্ঠীর ব্যক্তি এক নিরীহ ব্যক্তিকে অত্যন্ত বর্বরতা ও নিষ্ঠুর ভাবে মারধোর করা হচ্ছে ও তাকে বলপূর্বক বলতে বাধ্য করা হচ্ছে " ইসলাম জিন্দাবাদ " 

এই ভিডিওটিতে বর্বর জঘন্য তথাকথিত ধর্ম প্রেমিদের প্রকৃত চিত্র দেখানো হয়েছে । ভিডিওটি ভারতের কোন অজানা স্থান থেকে বলে মনে করা হচ্ছে। ভিডিওটি প্রচার করা হয়েছে টুইটারের মাধ্যমে @NaziaKhanUSA ভিডিওটি সরাসরি ট্যাগ করেছিলেন @UNHumanRights কে বিষয়টি দেখার অনুরোধ জানিয়ে । 

বর্তমানে এই ভিডিওটি টুইটার থেকে ডিলিট করে দেয়া হয়েছে । ও @NaziaKhanUSA নামের টুইটার একাউন্টেও সাসপেন্ড করা হয়েছে । 




Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article