এক বছরের মধ্যে শুরু হতে চলেছে বেশকিছু প্রকল্প ও নিয়ম , বললেন মোদি
Friday, 14 August 2020
দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন এই নতুন পরিকল্পনার বিষয়ে।
এক বছরের মধ্যে দেশে চলো গ্রামে অপটিক্যাল ফাইবার বসানোর কাজ শেষ করা হবে।
এক দেশ এক কর পথ দেখিয়েছেন।
অটল বিহারি বাজপেয়ি পথ দেখিয়েছিলেন সেই রাস্তা আমাদের আরও চড়াও করতে হবে।
বর্ণ চতুর্ভুজের পর উন্নত করতে হবে পরিকাঠামো
মাল্টিমোডাল সংযোগ জরুরি
ভোকাল কর লোকালের বার্তা ।
আসুন জেনে নিই অপটিক্যাল ফাইবার কি ?