-->
এক বছরের মধ্যে শুরু হতে চলেছে বেশকিছু প্রকল্প ও নিয়ম , বললেন মোদি

এক বছরের মধ্যে শুরু হতে চলেছে বেশকিছু প্রকল্প ও নিয়ম , বললেন মোদি

 


দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন এই নতুন পরিকল্পনার বিষয়ে। 

এক বছরের মধ্যে দেশে চলো গ্রামে অপটিক্যাল ফাইবার বসানোর কাজ শেষ করা হবে।

এক দেশ এক কর পথ দেখিয়েছেন।

অটল বিহারি বাজপেয়ি পথ দেখিয়েছিলেন সেই রাস্তা আমাদের আরও চড়াও করতে হবে।

বর্ণ চতুর্ভুজের পর উন্নত করতে হবে পরিকাঠামো

মাল্টিমোডাল সংযোগ জরুরি
ভোকাল কর লোকালের বার্তা ।

আসুন জেনে নিই অপটিক্যাল ফাইবার কি ?
 

একটি অপটিক্যাল ফাইবার হল একটি নমনীয় স্বচ্ছ ফাইবার যা কাচের বা প্লাস্টিকের আঁকা দ্বারা তৈরি হয়
যার বেশ হয় একটি মানব চুলের মত ।
অপটিক্যাল ফাইবার গুলি সাধারণত স্বচ্ছ ক্যানিং উপাদান দ্বারা পরিবেষ্টিত একটি নিম্ন সূচকের সঙ্গে অন্তর্ভুক্ত থাকে।


Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article