দেশের সবথেকে বড় খবর, এক লক্ষ চাকরি দেবেন মোদী
Saturday, 15 August 2020
দেশের সবথেকে বড় খবর 1 লক্ষ চাকরি দেবেন মোদি
ভারতের সীমান্ত সুরক্ষা নিয়ে আজ স্বাধীনতা দিবসের লালকেল্লা থেকে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদী ।
এক লক্ষ কর্মসংস্থানের কথাও ঘোষণা করলেন তিনি । মোদি বললেন দেশের সীমান্ত ও উপকূলবর্তী এলাকায় এনসিসির এক লক্ষ ক্যাডেট নিয়োগ হবে। এদের মধ্যে এক তৃতীয়াংশ জায়গা থাকবে মেয়েদের জন্য । তাদের প্রশিক্ষণ দেবে সেনা । নৌ সেনা ও বায়ু সেনার উল্লেখ্য করেছেন, দেশে প্রায় 15 লক্ষ এনসিসি ক্যাডেট বর্তমান রয়েছে রয়েছে ।