-->
রাশিয়ার করোনা প্রতিষেধক ব্যবহারের পরই প্রয়াত হয়েছেন ভ্লাদিমির পুতিনের মেয়ে ?

রাশিয়ার করোনা প্রতিষেধক ব্যবহারের পরই প্রয়াত হয়েছেন ভ্লাদিমির পুতিনের মেয়ে ?


ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক ভাবে ছড়িয়েছে এই খবরটি। ও দাবি, ক্রেমলিন এই নিয়ে মন্তব্য না করলেও, রাশিয়ার করোনা প্রতিষেধক ব্যবহারের পরই প্রয়াত হয়েছেন ভ্লাদিমির পুতিনের মেয়ে।

করোনা কবোলে দুনিয়াকে চমকে দিয়ে প্রতিষেধক আবিষ্কারের ঘোষণা করেছিলেন রাশিয়া। যদিও তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে চিকিৎসা মহলে। তবে তাতে গুরুত্ব না দিয়ে, প্রতিষেধক তৈরির কাজ শুরু করে দিয়েছে জোরকদমে। রুশ প্রেসিডেন্ট  পুতিনের মেয়েকেই প্রথম টিকাটি দেওয়া হয়েছিল। তবে ওই প্রথম টিকা নেওয়ার পরই নাকি মৃত্যু হয়েছে পুতিনের মেয়ের। এমনই দাবি TorontoToday.net ওয়েবসাইটের। গত ১৫ অগস্ট রাশিয়ায় আবিষ্কৃত করোনা প্রতিষেধকের প্রথম টিকা নেওয়ার পর মৃত্যু হয়েছে ভ্লাদিমির পুতিনের মেয়ের।

তবে ওই দাবিটি সম্পূর্ণ ভুয়ো।
পরিবারের তরফ থেকে কোনরকম মৃত্যুর খবর সামনে আসেনি ।
 মস্কোর কোনও বড় সংবাদমাধ্যমে প্রেসিডেন্টের মেয়ের প্রয়াণের কোনও খবর ছাপা হয়নি।

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article