BREAKING: স্বাধীনতা দিবসে রাজ্যে খুন বিজেপি কর্মী
Saturday, 15 August 2020
দেশ জুড়ে পালিত হচ্ছে ৭৪ তম স্বাধীনতা দিবস । কিন্তু এই আনন্দের দিনে পশ্চিমবঙ্গে সাতসকালে খুন হতে হলো এক বিজেপি কর্মী কে । ঘটনাটি ঘটেছে হুগলি আরামবাগ খানাকুলে।
সকালে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বিতর্ক শুরু হয় । বিজেপির অভিযোগ, ঝামেলার মধ্যেই কয়েকজন মিলে তাদের দলের কর্মীকে লাঠিপেটা করতে থাকে । এলাকায় তুমুল উত্তেজনা সৃষ্টি হয় । ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাঠিচার্জ শুরু করে ।
ততক্ষনে আহত কর্মীকে আহত কর্মীকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় , সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা ।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায় যে, শনিবার স্বাধীনতা দিবসের দিন সকাল ন'টায় বিজেপি ও তৃণমূল দুই দলই পতাকা উত্তোলন করেছিল । হঠাৎই তাদের মধ্যে শুরু হয় বচসা । বচসা থেকেই হাতাহাতি পর্যন্ত ঘুরিয়ে পড়ে । স্থানীয়রা বোমাবাজির অভিযোগ জানিয়েছেন ।
এই ঘটনায় তৃণমূলকে দায়ী করে বিজেপি ।রাজ্যের গেরুয়া শিবির তাদের টুইটার হ্যান্ডেলে এই ঘটনার প্রতিবাদে একটি টুইট করেছে । কিন্তু সে সব থেকে বড় প্রশ্ন হল অন্তত আজকের দিনে কি এই রাজনীতি আলাদা করে রাখা যেত না ?????