আবারও বড় ভাঙ্গন উপপ্রধান সহ প্রায় ২০০ সমর্থক তৃণমূলে যোগ
Sunday, 6 September 2020
বাণিপুর 2 গ্রাম পঞ্চায়েতে প্রধান মাননীয়া রীতা দাস এবং অঞ্চল সভাপতি , সংকরাইল পঞ্চায়েত সমিতির পুত্তকর্মদক্ষ ত্রিপুরারী ঘোষ মহাশয় এর তত্ত্বাবধনে এবং পঞ্চায়েত সদস্যা মাননীয়া রনি ঘোষ এবং হাওড়া জেলার INTTUC এর সভাপতি মাননীয় অরূপেশ ভট্টাচার্য মহাশয় এনাদের উপস্থিতিতে আজ উপপ্রধান মাননীয় তপন দাস মহাশয় সহ আরো দুশো মানুষ তৃণমূল এ যোগদান করলো।