-->
আবারও এক মর্মান্তিক ঘটনা শশুর বাড়িতে বর শশুর, শাশুড়ি, ননদ সবাই মিলে অমানবিক অত্যাচার ও খুন

আবারও এক মর্মান্তিক ঘটনা শশুর বাড়িতে বর শশুর, শাশুড়ি, ননদ সবাই মিলে অমানবিক অত্যাচার ও খুন

গত 31/08/2020 বাগনান থানার দক্ষিণ বেনাপুর এর মেয়ে রূপালী হাজরা নুন্টিয়াই শশুর বাড়িতে বর (বিজয় মাজি), শশুর, শাশুড়ি, ননদ সবাই মিলে অমানবিক অত্যাচার করে খুন করে পুড়িয়ে মারে। ভোরবেলা স্থানীয় লোকজন দেখতে পায় বাড়ির পিছনে ঝোপ ঝারের দিকে পরে আছে। পরবর্তী সময়ে পুলিশ অভিযুক্ত দোষীদের গ্রেফতার করেছে। 

এই রোজকার ঘটনা প্রতিনিয়ত চলতে থাকা এই অমানবিক হিংসার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। নারী নির্যাতন, বধূ হত্যা আর কতদিন চলবে এই নাকি আমরা শিক্ষিত সমাজে বাস করি।

সমগ্র সমাজের কাছে আবেদন এই ধরনের অসামাজিক কর্মকাণ্ডের প্রতিরোধে সর্ব অংশের মানুষ যেনো এগিয়ে আসে। মাননীয় প্রশাসনের কাছে আমাদের একটাই অনুরোধ দোষীদের যেনো কঠিন থেকে কঠিনও তম শাস্তি দেয়া হয় যা সমাজের চোখে একটা দৃষ্টান্ত মূলক শাস্তি হয়ে সবাইয়ের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে এই রকম ঘৃণ্য ঘটনা আর না ঘটাতে পারে। এই রকম দোষী দের পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই।
Source Link
#JasticeForRUPALI_HAZRA

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article