-->
কেনিয়ার পাঠানো 12 টন শস্য | Kenya sent 12 tons of grain to India

কেনিয়ার পাঠানো 12 টন শস্য | Kenya sent 12 tons of grain to India

 

Photo by Kureng Workx from Pexels


কেনিয়ার পাঠানো 12 টন শস্য নিয়ে অনেকেই মজা করছেন। সোশ্যাল মিডিয়ায় কেনিয়াকে ভিক্ষুক, দরিদ্র ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে।
এবার শুনুন ছোট্ট একটি ঘটনা।
আমেরিকা, ম্যানহাটান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ওসামা বিন লাদেনের নাম শুনেছেন নিশ্চয়ই। তবে অধিকাংশ মানুষ হয়তো শুনেননি 'ইনোসাইন ' যা কেনিয়া ও তানজানিয়া সীমান্তে পড়ে এবং এখানকার স্থানীয় উপজাতি মাসাই।
আমেরিকায় 9/11 এর হামলার খবর মাসাইদের কাছে পৌঁছাতে কয়েক মাস সময় লেগে যায়। এই খবর তাদের কাছে তখন পৌঁছায় যখন তাদের গ্রামের নিকটবর্তী শহরে থাকা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির মেডিকেল স্টুডেন্ট কিমেলি নাওমা ছুটিতে কেনিয়া আসে এবং স্থানীয় উপজাতি মাসাইদের 9/11 এর ঘটনা শোনান।
কোন বিল্ডিং যে এত উঁচু হতে পারে যেখান থেকে পড়ে গেলে মানুষ মারা যায় এটা কুঁড়েঘরে বসবাসকারী মাসাইদের জন্য অবিশ্বাস্য ছিল তবুও তারা আমেরিকানদের জন্য দুঃখ অনুভব করেন এবং সেই মেডিকেল স্টুডেন্ট এর মাধ্যমে কেনিয়ার রাজধানী নাইরোবিতে মার্কিন দূতাবাসে একটি চিঠি পাঠান। সেই চিঠি পড়ার পর মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ উইলিয়াম ব্রাঙ্গিক প্রথমে বিমানে তারপর কয়েক মাইল ভাঙ্গা রাস্তা পার করে মাসাইদের গ্রামে এসে পৌঁছান।
গ্রামে পৌঁছাতেই মাসাই উপজাতিরা একত্রিত হয় 14 টি গরু কে নিয়ে মার্কিন দূতাবাসের ডেপুটি চীফ এর কাছে পৌঁছায়। তাদের মধ্যে একজন গরুর গলায় দড়ি ডেপুটি চীফ এর হাতে দিয়ে একটি বোর্ডের দিকে ইশারা করেন। জানেন ওই বোর্ডে কি লেখা ছিল? লেখা ছিল -"এই দুঃসময়ে আমেরিকার মানুষদের সাহায্যার্থে আমরা এই গরু গুলো দান করছি"। হ্যাঁ ,সেই চিঠি পড়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সমৃদ্ধ দেশের রাষ্ট্রদূত 14 টি গরুর দান নিতে শত শত মাইল পথ অতিক্রম করে আসেন।
গরু পরিবহনের অসুবিধা ও আইনি বাধ্যবাধকতায় গরু কে নিয়ে যেতে না পারায় মাসাইরা গহনা কিনে 9/11 মেমোরিয়াল মিউজিয়ামে রাখার প্রস্তাব দেয়। যখন এই ঘটনাটা আমেরিকার সাধারণ নাগরিকের কাছে পৌঁছায় তখন কি হয়েছিল জানেন?
তারা তখন গহনার পরিবর্তে গরু নেওয়ার জন্য জেদ ধরেন। অনলাইন পিটিশন সাইন করা হয় যে তাদের গহনা নয় গরুই চাই। সরকারের কাছে ইমেইল পাঠানো হয় আর আমেরিকা বাসীরা মাসাই উপজাতি আর কেনিয়ার জনগণকে তাদের অভূতপূর্ব ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান।
12 টন শস্য প্রশস্ত মনে গ্রহণ করুন। দান নয়, দাতার হৃদয় দেখুন, পাথরের আকার নয় পাথর উঠিয়ে সেতুতে দেওয়া কাঠবিড়ালির শ্রদ্ধা দেখুন।
খারাপ সময়ে পাশে থাকা সত্যিকারের বন্ধুর সাহায্যের পরিমাণ নয় পাশে দাঁড়ানোর মন দেখুন।

Ads on article

Advertise in articles 1

advertising articles 2

Advertise under the article