নারকেল গাছটিকে বাঁচিয়ে কত মমতার সাথে বাড়ি করা হয়েছে ,এরকম উদাহরণ হয়তো প্রকৃত প্রকৃতি প্রেমিক ছাড়া সম্ভব না | Initiative How the householder saved the life of the coconut tree
Saturday, 5 June 2021
রাণাঘাটে এক প্রকৃতি প্রেমীর বাড়িতে একটি নারকেল গাছকে বাঁচিয়ে কত মমতার সাথে বাড়ি করেছেন , প্রথম ছবিতে গাছের গোড়ার অংশ, দ্বিতীয় ছবিতে ছাদের উপর গাছের মাঝের অংশ এবং তৃতীয় ছবিতে ফলসমেত গাছ দেখা যাচ্ছে। গাছপ্রেমিক না হলে এটা সম্ভব
একমাত্র সবুজ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কে সুরক্ষিত করতে পারে, বাঁচিয়ে রাখতে পারে। নিঃস্বার্থে গাছ ভালোবাসুন গাছের প্ৰতি ভালোবাসা ছড়িয়ে দিন সকলকে গাছ লাগাতে উৎসাহিত করুন...