আজ সাদ্দাম হোসেন নামক সেই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে | Punishment of Eve teasing Kolkata police
Wednesday, 25 August 2021
বেশ কয়েক দিন ধরেই আসছিলো অভিযোগ, কিছুদিন ধরেই পার্ক সার্কাস ময়দানে হাঁটতে গিয়ে এক ব্যক্তির অশ্লীল মন্তব্য এবং অভব্যতার শিকার হচ্ছিলেন মহিলারা। আজ সাদ্দাম হোসেন নামক সেই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেছে আমাদের বিশেষ নারীবাহিনী 'উইনার্স'। তিলজলা রোডের এই বাসিন্দার বর্তমানে ঠাঁই হয়েছে থানায়।
লকডাউন হোক বা আনলক, দিন হোক বা রাত, শহরের যে কোনো এলাকায় মহিলাদের সুরক্ষায় সদা সতর্ক থাকে উইনার্স।