বাংলার প্রতিটি মানুষ তথা দেশবাসীর মঙ্গল কামনায় আজ ভবানীপুরের প্রসিদ্ধ শীতলা মন্দিরে প্রার্থনা Mamata Banerjee
Monday, 20 September 2021
Mamata Banerjee - বাংলার প্রতিটি মানুষ তথা দেশবাসীর মঙ্গল কামনায় আজ ভবানীপুরের প্রসিদ্ধ শীতলা মন্দিরে প্রার্থনা করলাম। দেবীর আশীর্বাদে দূর হোক হিংসা-দ্বেষ, দুঃখ-কষ্ট। বিনাশ হোক সকল বিচ্ছিন্নতাবাদী, বিভেদকামী অশুভ শক্তির। বাংলার মাটিতে সুদৃঢ় হোক সাম্প্রদায়িক সম্প্রীতির বুনিয়াদ, বাংলার অঙ্গনে জ্বলে উঠুক শান্তি ও সৌহার্দ্যের মঙ্গলদীপ। পবিত্রতা আসুক সবার মনে, প্রতিটি পরিবার থাকুক সুরক্ষিত। বিগ্রহের সামনে প্রার্থনার কিছু মুহূর্ত।